আমাদের মধ্যে অনেক ই আছেন যারা যা কিছু ই খান তাতে ই ঝাল লাগে, কারো কারো আবার মুখে ব্যথা করে। আবার কেউ বা গালের ভিতরে, জিহবা, মাড়ি / তালু তে সাদা দাগের মতো দেখতে পান। অনেক ক্ষেত্রে ই এটা হতে পারে মুখের ঘা রোগ Lichen Planus এর লক্ষণ। পৃথিবীর প্রায় ৭ % মানুষ এই রোগে আক্রান্ত। সঠিক রোগ নির্ণয় আর চিকিৎসা ই পারে এই মুখের ঘা রোগ থেকে মুখের ক্যান্সার হওয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে। আজকের রোগী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রংপুর থেকে ঢাকা আমাদের সেন্টারে এসেছিলেন চিকিৎসার জন্য। রোগ নির্ণয় থেকে শুরু করে সম্পূর্ণ ঘা মুক্ত হতে সময় লেগেছে মাত্র ১ মাসের মত
Dr Sarwer Biplob
BDS, MCPS, FCPS (ii), MS ( course)
Consultant ODC healthcare
01777 515 333