আমাদের মধ্যে অনেক ই আছেন যাদের মুখে কিছু দিন পর পর ই ঘা হয়, খেতে পারেন না | যা কিছু ই খান তাতে ই ঝাল লাগে, কারো কারো আবার মুখে ব্যথা করে। আবার কেউ বা গালের ভিতরে, জিহবা, মাড়ি / তালু তে সাদা দাগের মতো দেখতে পান। অনেক ক্ষেত্রে ই এটা হতে পারে মুখের ঘা রোগ Apthous Ulcer / Lichen Planus / Herpetic Gingivostomatitis / Burning Mouth Disease এর লক্ষণ। পৃথিবীর প্রায় ৭ -১০ % মানুষ এই রোগে আক্রান্ত। সঠিক রোগ নির্ণয় আর চিকিৎসা ই পারে এই মুখের ঘা রোগ থেকে মুখের ক্যান্সার হওয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে। আজকের রোগী একজন প্রবাস ফেরত, খুলনা থেকে ঢাকা আমাদের সেন্টারে এসেছিলেন চিকিৎসার জন্য। রোগ নির্ণয় ( Erythema Multiforme) থেকে শুরু করে সম্পূর্ণ ঘা মুক্ত হতে সময় লেগেছে মাত্র ১৪ দিন।
Dr Sarwer Biplob
BDS, MCPS, FCPS (ii), MS ( Phase B) , MSc ( course)
Oral & Maxillofacial Surgery Consultant
ODC healthcare 01777 515 333